ড. রাধাবিনোদ পালের বাস্তুভিটা
কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ আর্ন্তজাতিক আদালতে বিচারক ও তৎকালীন বৃটিশ সরকারের কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারক ড. রাধাবিনোদ পালের বাস্তভিটা বিলুপ্ত প্রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূববর্র্তী বিচারের 13জন বিচারকের বেঞ্চে একমাত্র ড. রাধাবিনোদ পাল এশিয়ার দেশ জাপানের পক্ষে রায় প্রদান করে তিনি অমর হয়ে আছেন। তার এ দৃষ্টিান্ত মূলক রায়ের জন্যে অকুতোভয় ও নির্ভীক ড. রাধাবিনোদ পাল ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। তার বাস্তুভিটা সংরক্ষণ সরকারের উদ্যোগে গ্রহণ একান্ত জরুরি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস