মিরপুরের নামকরণের ক্ষেত্রে সঠিক কোন তথ্য পাওয়া যায়না। তবে ক্যুখ্যাত নীলকর টেলর ও নুডসনের নীলকুটিকে কেন্দ্রকরেই মিরপুর গড়ে ওঠে। নীলকুটিকে কেন্দ্রকরেই ১৮২০-১৮২৪ সালে মিরপুর থানা ও মিরপুর তহশীল অফিস স্থাপিত হয়। ১৮২৮ সালে পাবনা জেলা গঠিত হলে ঐ সময়েই মিরপুর ১মাইল পূর্বে নওপাড়া গ্রামে একটি পুলিশ ক্যাম্প স্থাপিত হয় ।১৮৬৩ সালে মিরপুর সহ এ- অঞ্চলকে কুষ্টিয়া মহকুমার অন রগত করে নদীয়া জেলা ভূক্ত করা হয়। ১৮৭৮ সালে মিরপুর রেলপথ স্থাপিত হয় এবং উহাকে কেন্দ্র করেই মিরপুর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে গড়ে ওঠতে শুরু করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস