মিরপুর রেল স্টেশনটা অনেক পুরাতন কিন্তু বর্তমানে এই রেল স্টেশন থেকে মিরপুর উপজেলা এবং দৌলতপুর উপজেলা এবং মেহেরপুর জেলার কিছু অংশের মানুষ প্রতিদিন এই মিরপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাতয়াত করছে তার মধ্যে উল্লেখ্য রাজশাহী এবং ঢাকাতে বেশি লোকজন এই মিরপুর রেল স্টেশন থেকে যাতয়াত করে। কুষ্টিয়া খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা । কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী জেলা সমূহ হল - রাজশাহী , নাটোর , পাবনা , চুয়াডাঙ্গা , ঝিনাইদহ , রাজবাড়ী এবং মেহেরপুর । রাজশাহী , নাটোর , পাবনা , চুয়াডাঙ্গা , ঝিনাইদহ , রাজবাড়ী এবং মেহেরপুর এই সকল জেলা যদি ট্রেনে ভ্রমন করে তবে মিরপুর, কুষ্টিয়া রেল স্টেশন এর উপর দিয়ে যেতে হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস