মিরপুর পৌরসভা ১৭ ই মে ১৯৯৮ সালে ‘গ’ শ্রেনী পৌরসভা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় ৯.২২ বর্গ কি.মি। এই পৌরসভা 8টি মৌজা ও ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে লোকসংখ্যা প্রায় ২১৬৫৩ জন। পুরুষ ১০,৮১১ জন ও মহিলা ১০,৮৮২ জন। মিরপুর পৌরসভায় প্রায় ১৮ কিলোমিটার পাকা রাস্তা ১০ কিলোমিটার এইচবিবি, এবং ১৪ কিলোমিরটার কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তায় ১০১টি সড়ক বতি রয়েছে। এখানে সরকারী বালিকা বিদ্যালয় ০১টি, বে-সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ০৩ টি, বে-সরকারী বালিকা বিদ্যালয় ০২টি, সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় ০৩ টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ০২টি ও মাদ্রাসা রয়েছে ০৪টি। মিরপুর পৌরসভার শিক্ষার হার প্রায় শতকরা ৪২ জন। এই পৌরসভার মধ্যে বর্ডার র্গাড বাংলাদেশের সেক্টর রয়েছে। এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। এখানের মানুষ শতকরা প্রায় 95 জন স্যানিটারি পায়খানা ব্যবহার করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস