মিরপুর হইতে কুষ্টিয়া্ মাত্র ১৫ কিলোমিটার এবং মিরপুর হইতে মেহেরপুর হইতে ৩৯ কিলোমিটার এবং মিরপুর হইতে ঢাকার দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার যাতযাতের মাধ্যম ট্রেন ও বাস। মিরপুর বাসষ্ট্যান্ড হতে উপজেলা পরিষদ ১.৫ কি: মি:। অটোরিক্স ভাড়া মাত্র ৮ টাকা। উপজেলা পরিষদের প্রায় ৫০০ গজ দূরে পূর্বদিকে মিরপুর রেলষ্টেশন অবস্থিত। উপজেলা নামঃ মিরপুর
আয়তনঃ ২৯৬.৩১ বর্গকিঃমিঃ (একরে ৭৩২২৪ একর)।
অবস্থানঃমিরপুর উপজেলা জেলা সদরের পশ্চিমে অবস্থিত। পার্শ্ববতী এলাকাঃ উত্তরে-ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা, দক্ষিণেঃ আলমডাঙ্গা উপজেলা,
পূব কুষ্টিয়াসদর উপজেলা, পশ্চিমেঃ দৌলতপুর ও গাংনী উপজেলা।
জেলা সদর হইতে দুরত্বঃ সড়ক পথে ১০ মাইল বা ১৬.০৯ কিঃমিঃ। রেলপথে- ১৪ মাইল বা ২২ কিঃ মিঃ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস