Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

প্রাকৃতিক সম্পদের মধ্যে পদ্মা নদী মিরপুর  উপজেলার সীমান ‍উপর দিয়ে বয়ে চলেছে। অত্র উপজেলার মৃত্তিকা স্তরে নমুনা বিশ্লেষণ করে দেখা যায় বালি পাতলা ও মোটা মিশানো পলি, কাঁদা, নূড়িও কাঁকড় মিশানো দো’আঁশ মাটি, আর মাত্র কয়েক জায়গায় রয়েছে এঁটেল মাটির প্রলেপ। অত্র উপজেলার মাটি প্রকৃতিগত ভাবে অত্যন্ত উর্বর এবং ফসল উপযোগী। কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা এই উপজেলায় মধ্যে গুরুত্বপূর্ণ কোন  প্রাকৃতিক সম্পদ নেই । মিরপুর উপজেলা সবচেয়ে বড় সম্পদ সৎস্য সম্পদ এই উপজেলায় বিভিন্ন ধরনের মৎস্য পাওয়া যায়।