Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিস্তারিত

 

  

মিরপুরের নামকরণের ক্ষেত্রে সঠিক কোন তথ্য পাওয়া যায় না। তবে কুখ্যাত নীল কর টেলর ও নুডসনের নীল কুটিকে কেন্দ্র করেই মিরপুর গড়ে ওঠে। নীল কুটিকে কেন্দ্র করেই ১৮২০-১৮২৪ সালে মিরপুর থানা ও মিরপুর তহশীল অফিস স্থাপিত হয়। ১৮২৮ সালে পাবনা জেলা গঠিত হলে ঐ সময়েই মিরপুর ১মাইল পূর্বেন ওপাড়া গ্রামে একটি পুলিশ ক্যাম্প স্থাপিত হয়। ১৮৬৩ সালে মিরপুর সহ এ- অঞ্চলকে কুষ্টিয়া মহকুমার অনরগত করেনদীয়া জেলা ভূক্ত করা হয়। ১৮৭৮সালে মিরপুর রেল পথ স্থাপিত হয় এবং উহাকে কেন্দ্র করেই মিরপুর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবেগড়েওঠতে শুরু করে।

  • উপজেলা নামঃ  মিরপুর
  •  আয়তনঃ ২৯৬.৩১ বর্গকিঃমিঃ (একরে৭৩২২৪একর)।
  • অবস্থানঃ  মিরপুর উপজেলা জেলা  সদরেরপশ্চিমে অবস্থিত। পার্শ্ববতী এলাকাঃ উত্তরে- ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা, দক্ষিণেঃ আলমডাঙ্গা উপজেলা, পূর্বেঃ কুষ্টিয়া সদর উপজেলা, পশ্চিমেঃ দৌলতপুর ও গাংনী উপজেলা।
  • জেলা সদর হইতে দুরত্বঃ সড়ক পথে ১০ মাইল বা ১৬.০৯ কিঃমিঃ।