Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

বর্তমান মিরপুর উপজেলার চেয়ে নির্ভুল ভাষা উচ্চরণভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোন জেলায় পাওয়া যায় না।   উপজেলার সাধারন মানুষ বিভিন্ন স্থানে স্বতন্ত্র টানে উচ্চারণ  করে থাকে। অত্র উপজেলায় বাংলা ভাষা অত্যন্ত স্পষ্ট, উচ্চারনে জড়তাহীন শ্রুতিমধুর এবং সকলের নিকট বোধগম্য।

কুষ্টিয়া জেলার মধ্যে মিরপুর উপজেলার উল্লেখযোগ্য বিষয় হল সাংস্কৃতিক অবদান। লোকসংস্কৃতি বা গ্রামীন সংস্কৃতি নানাভাবে সূদীর্ঘকাল ধরে পুষ্টি লাভ করছে। নানা উৎসব আয়োজনে বিভিন্ন ধরনের গীত,গান, বাজনা, কবিগান, ভাবগান, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বাউল গান , পালা গান, পিঠা মেলা, পুতুল নাচ, নৃত্য অনুষ্ঠিত হয়। এই নিয়ে মিরপুর উপজেলার ভাষা ও সংস্কৃতি।