Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা

মিরপুর উপজেলা ফুটবল মাঠ উপজেলার  প্রাণকেন্দ্রে অবস্থিত।

 প্রতি বছর এ ফুটবল মাঠে নিম্নলিখিত ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ

(ক)গোল্ডকাপ ফুটবল

(খ) প্রিমিয়ার ফুটবল লীগ

(গ) ১ম বিভাগ ফুটবল লীগ

 প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়। প্রতি বৎসর যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে মিরপুর উপজেলা জয়ী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেছেন, ফুটবল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় খেলা। এদেশে এখনও এ খেলাটি জনপ্রিয়। গ্রাম-গঞ্জে এ খেলার আয়োজন করলে দর্শকের উপস্থিতি থাকে লক্ষ্যণীয়। তিনি বলেন, এক সময় প্রতিবছর নিয়মিত ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হতো। আমরা কুষ্টিয়াতে অতীতের ন্যায় আবারও নিয়মিত ফুটবল খেলার আয়োজন করতে চাই। ফুটবলের হারানো ইতিহাস ও ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি। জেলা প্রশাসক বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে খেলাধুলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমান সরকার শুধু ফুটবল নয়, প্রতিটি খেলার প্রতি গুরুত্ব দিয়েছে। দেশব্যাপী খেলোয়াড় তৈরীর লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে তৃর্ণমুল পর্যায়ে বিভিন্ন খেলার উপর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবলেও আমরা বিশ্বের বুকে জায়গা করে নিতে চাই। জেলা প্রশাসক বলেন, একজন খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের মতো কাজ করেন। খেলোয়াড়দের মাধ্যমে অতি সহজেই দেশকে বিশ্বে পরিচয় করানো যায়। তাই প্রতিটি খেলোয়াড়ের প্রতি আহবান রাখবো শুধু খেলা নয়, খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। এই টুর্ণামেন্ট আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মো. জহির রায়হান।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় “কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৬” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান এসব কথা বলেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুজিব-উল-ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া জোনের ডিজিএম অঞ্জন কুমার বোস এবং স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় উদ্বোধনী খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় মিরপুর উপজেলা ২-০ গোলে ভেড়ামারা উপজেলাকে পরাজিত করে। মিরপুর উপজেলার পক্ষে ২০ নম্বর জার্সি পরিহীত নাইজেরিয়ান খেলোয়াড় এরোন ২টি গোল করেন। খেলা পরিচালনা করেন খন্দকার সাদাত-উল-আনাম পলাশ। তাকে সহযোগিতা করেন মোঃ সেলিম ও সাঈদ আহমদ বড় বাবু। এ টুর্ণামেন্টে জেলার ৬টি উপজেলা অংশগ্রহণ করছে। শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলা বনাম দৌলতপুর উপজেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।